Children's literature
Farzana Tannee , 
Lamia Azad ill. , 
Shamim Ahmed ill.
ভূতের আগুন
The Ghost of Fire
ঘুটঘুটে অন্ধকারে কী যেন জ্বলছে আর নিভছে। একটি নয়, দুইটি নয়, অনেকগুলো। অং ভাবে, ওগুলো কী! ভূতের আগুন নাকি!
ভয় না পেয়ে বড়বোনের হাত ধরে বেরিয়ে পড়ে সেই ভূতের সন্ধানে। অং কী পারবে সেই রহস্য উদ্ধার করতে?
‘ভূতের আগুন’ অং আর মিংছা দুই ভাইবোনের গল্প। সুন্দর অলংকরণে সজ্জিত এই বোর্ড বইয়ে গল্পে গল্পে জোনাকি পোকার পরিচয় তুলে ধরা হয়েছে।
ফারজানা তান্নী শিশুদের জন্য লেখালেখি শুরু করেন শৈশবেই। পরে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করলেও লেখার মাধ্যম হিসেবে বেছে নেন বাংলাকে। ছাত্রজীবনেই প্রকাশিত হয় তাঁর বেশকিছু শিশুতোষ বই। এছাড়া শীর্ষস্থানীয় পত্রপত্রিকায় লেখালেখি করেন নিয়মিত। পেশাগত কারণে লেখেন বিজ্ঞাপনের গল্প। শিশুদের জন্য লেখাটা তাঁর আত্মার সাথে জড়িয়ে আছে; চালিয়ে যেতে চান আজীবন।
Amidst the darkness, countless flickers spark curiosity in Aung. Are they ghosts? Taking his sister’s hand, he fearlessly sets out to find the friendly ghosts behind the glow. Let’s join their enchanting adventure!
Farzana Tannee has been passionate about writing for children since childhood. Although she studied English literature, she chose Bengali as her means of expression through writing. Some of her books were published during her student life, and she continues to contribute regularly to leading newspapers in Bangladesh. Her creative occupation also allows her to craft brilliant advertising stories. However, writing for kids remains a soulful pursuit for her, which she intends to cherish throughout her life.
Events related to ভূতের আগুন